ছয়দিনে ১৭২ হাসপাতালে ডিএনসিসির মশক নিধন স্প্রে
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকার হাসপাতালগুলোতে সপ্তাহব্যাপী বিশেষ মশক নিধন কার্যক্রমের শেষদিনে ২০ হাসপাতালে ওষুধ স্প্রে করা হয়েছে। ছয়দিনে কর্পোরেশন এলাকার মোট ১৭২ হাসপাতালে এ মশক নিধন ওষুধ স্প্রে করা হয়।
বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত এ ওষুধ ছিটানো হয়। এর মাধ্যমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সব হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ মশক নিধন কার্যক্রম সম্পন্ন হলো। যেসব হাসপাতালে আজ কার্যক্রম চালানো হয়েছে, সেগুলো হলো-
উত্তরা অঞ্চল-১, ৬ ও ৭ এর অধীন উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল, রিজেন্ট হাসপাতাল, আহসানিয়া ক্যান্সার হাসপাতাল, আশিয়ান সিটি হাসপাতাল, আর্ক হাসপাতাল, উত্তরখান জেনারেল হাসপাতাল, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ, সিন সিন জাপান হাসপাতাল, আল আশরাফ জেনারেল হাসপাতাল, মা ও শিশু হাসপাতাল। মিরপুর-২, অঞ্চল-২ এর অধীন আহছানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল মিরপুর-১৩।
মহাখালী অঞ্চল-৩ এর বাড্ডা জেনারেল হাসপাতাল, ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার, ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার, এএমজেড হাসপাতাল, লায়ন্স চক্ষু হাসপাতাল (মেড়ুল বাড্ডা)। মিরপুর অঞ্চল-৪ এর সব হাসপাতালে এরইমধ্যে কার্যক্রম সম্পন্ন হয়েছে।