হাফিজের উপর চটেছে পিসিবি

আরটিভি প্রকাশিত: ২৫ জুন ২০২০, ১৯:৪৪

বেশ কিছু কারণে আগেও মোহাম্মদ হাফিজের সঙ্গে ঝামেলা বাঁধে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। এবার যুক্তরাজ্য সফরের আগে হাফিজের কারণে আরেক দফা প্রশ্নবিদ্ধ হলো দেশটির ক্রিকেট বোর্ড।

পিসিবির দেয়া নির্দেশ অনুযায়ী ইংল্যান্ডের বিমান ধরার আগে দুই দফা করোনা পরীক্ষা করতে হবে ক্রিকেটার ও দল সংশ্লিষ্ট সবাইকে। তারই ধারায় দলে ডাক পাওয়া সবাই নিজ শহরে করোনা পরীক্ষায় করায়।

প্রথমবারের পরীক্ষায় ১০ জনের করোনা আক্রান্তের খবর দেয় পিসিবি। এতে কোভিড পজিটিভ হওয়া খেলোয়াড়রা আইসোলেশনে চলে যান যে যার মতো। এই দশজনের একজন ছিলেন অল-রাউন্ডার মোহাম্মদ হাফিজও। তবে মোহাম্মদ হাফিজ সন্তুষ্ট হতে পারেননি করোনা পরীক্ষার ফলাফলে।
তাই নিজ উদ্যোগে করোনা পরীক্ষা করান তিনি। এতেই বাঁধে বিপত্তি। পরীক্ষায় ফলাফল আসে করোনা নেগেটিভ! তার শরীরে করোনা ভাইরাসের কোনো অস্তিত্ব নেই।

হাফিজ করোনা পরীক্ষার রিপোর্ট টুইট করে ভক্তদের জানান, তিনি করোনা পজিটিভ নন। যা এড়াতে পারেনি পিসিবিকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও