করোনা জয় করে কর্মস্থলে যোগদান দিলেন ওসি আমিনুল ইসলাম
প্রাণঘাতী করোনাভাইরাসকে জয় করে পুনরায় চাকরিতে যোগদান করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আমিনুল ইসলাম। বুধবার (২৪ জুন) নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন তিনি।
গত ১ জুন ২৪ জুন পর্যন্ত দীর্ঘ ২৩ দিন কোভিড-১৯ এর সাথে যুদ্ধ করে স্বাভাবিক অবস্থায় ফিরেছেন তিনি। পরপর ২ বার রিপোর্ট নেগেটিভ আসায় গতকাল অফিসে যোগদান করেছেন তিনি।
এ সময় তিনি দেশবাসী ও সকল শুভানুধ্যায়ীদের কাছে দোয়া চান এবং সকলের উদ্দ্যশ্যে বলেন, নিজের মনোবল, সকলের দোয়া এবং ভালোবাসায় আমি পুনরায় আপনাদের মাঝে ফিরে আসতে সক্ষম হয়েছি। কোভিড-১৯ এ আক্রান্ত ব্যক্তিরা অনেক সময় মানুষিকভাবে ভেঙে পড়ে। তাদের উদ্দ্যশ্যে বলতে চাই কখনো নিজের মনোবল হারাবেন না মহান আল্লাহ চাইলে আপনারাও স্বাভাবিক জীবনে ফিরে আসতে সক্ষম হবেন।
এ সময় তিনি আরও বলেন, টঙ্গীতে দিন দিন কোভিড-১৯ এর সংক্রমণের বেড়ে চলেছে। তাই সকলে সাবধানতা অবলম্বন করে চলবেন। নিজে সুস্থ থাকুন, নিজের পরিবার ও সকলকে সুস্থ রাখুন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.