নির্মোহতার নজির গড়লেন আইজিপি বেনজীর আহমেদ

ঢাকা টাইমস প্রকাশিত: ২৫ জুন ২০২০, ১৯:৩৫

নির্মোহতার নজির গড়লেন পুলিশের মহাপরির্দশক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। দেশের গুরুত্বপূর্ণ ক্রীড়া সংস্থা কাবাডি ফেডারেশনের সভাপতির পদ পেয়েও নেননি তিনি। পদাধিকার বলে এই পদ তাঁর অলঙ্কৃত কথা থাকলেও দায়িত্বশীলতার পরিচয় দিয়ে তাতে অস্বীকৃতি জানিয়েছেন।

জাতীয় ক্রীড়া পরিষদ সূত্রে জানা গেছে, এলিট ফোর্স র‌্যাবের মহাপরিচালক থাকতেই বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি নির্বাচিত হন তিনি। শুধু তাই নয়, নবগঠিত দক্ষিণ এশিয়ান দাবা কাউন্সিলরেরও প্রথম সভাপতি ড. বেনজীর আহমেদ। দুটো গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে থাকায় নতুন করে কাবাডি ফেডারেশনের সভাপতি পদটিতে বসতে চাননি তিনি।

ওদিকে আন্তর্জাতিক দাবা সংস্থাও (ফিদে) চায় বেনজীর আহমেদের মতো একজন দক্ষ প্রশাসক থাকুক দাবা ফেডারেশনে। তিনি নিজেও সাচ্ছন্দ্যবোধ করছেন দাবার সঙ্গে।

অতীতে যারা পুলিশের আইজিপি হয়েছেন রেওয়াজ অনুযায়ী তারাই কাবাডি ফেডারেশনের সভাপতির পদটি অলঙ্কৃত করেছেন। এ ক্ষেত্রে নির্মোহতার নজির গড়েছেন আইজিপি বেনজীর আহমেদ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও