‘করোনায় দেশের ৮৫ শতাংশ গৃহশ্রমিক কর্মহীন’

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৫ জুন ২০২০, ১৮:৩৩

করোনায় দেশের ৮৫ শতাংশ গৃহশ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। এ কারণে অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় আইনি স্বীকৃতি এবং করোনা মহামারি পরিস্থিতিতে গৃহশ্রমিকদের সামাজিক সুরক্ষা জোরদারের দাবি জানানো হয়েছে এক অনলাইন সেমিনারে।

‘আন্তর্জাতিক গৃহশ্রমিক দিবস-২০২০’ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ জুন) অনলাইন সেমিনারে (ওয়েবিনার) বক্তারা এই দাবি জানান। সুনীতি প্রকল্পের উদ্যোগে ও দৈনিক সমকালের সহযোগিতায় এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রশিক্ষণ, কর্মসংস্থান এবং আইনি স্বীকৃতির মাধ্যমে গৃহশ্রমিকের সামাজিক মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কোভিড-১৯ মহামারি পরিস্থিতিতে তাদের সামাজিক সুরক্ষা জোরদার করার জন্য নীতিনির্ধারক ও সরকারের প্রতি দাবি জানিয়েছেন ট্রেড ইউনিয়ন, নাগরিক সমাজ, মানবাধিকার ও উন্নয়ন সংগঠন এবং গণমাধ্যমের প্রতিনিধিরা।

সেমিনারে নারী মৈত্রী’র নির্বাহী পরিচালক শাহীন আক্তার ডলি মূল প্রবন্ধ উপস্থাপন করেন। প্রবন্ধে তিনি করোনাকালে ঢাকা শহরের মোহাম্মদপুর, খিলগাঁও, বাড্ডা ও মিরপুর এলাকার মোট ৮৩ জন গৃহশ্রমিকের ওপর পরিচালিত এপ্রিল মাসের জরিপ তুলে ধরেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও