‘কাজু বাদাম-কফিসহ অপ্রচলিত ফসলের উৎপাদন বাড়াতে হবে’

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২৫ জুন ২০২০, ১৮:৩৫

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, প্রচলিত ফসলের সঙ্গে কাজু বাদাম, কফি, ড্রাগন ফলসহ বিভিন্ন অপ্রচলিত ফসলের চাষাবাদ, উৎপাদন ও প্রক্রিয়াজাত বাড়াতে হবে। আর এক্ষেত্রে কৃষকদের সব ধরনের সহযোগিতা দেয়া হবে।

বৃহস্পতিবার সকালে নিজ সরকারি বাসভবন থেকে উপজেলা পর্যায়ে কৃষি কার্যক্রম জোরদারে উপজেলা কৃষি অফিসারদের অনুকূলে গাড়ি বিতরণ উপলক্ষে এক ভার্চুয়াল অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রাম ও উত্তরাঞ্চলের অনেক জেলাতে কাজু বাদাম, কফি প্রভৃতি চাষ সম্ভব। আন্তর্জাতিক বাজারে এগুলোর চাহিদা অনেক বেশি, দামও বেশি। সেজন্য এসব ফসলের চাষাবাদ ও প্রক্রিয়াজাতকরণ বাড়াতে হবে।

তিনি বলেন, চাষাবাদের জমি বাড়ানোর সুযোগ খুব একটা নেই, বরং জমি দিন দিন কমে যাচ্ছে। সেজন্য একই জমিতে বার বার ফসল উৎপাদন করতে হবে, ফসলের নিবিড়তা বাড়াতে হবে এবং ফসলে বৈচিত্র্য আনতে হবে।

প্রধানমন্ত্রী কৃষিকে বাণিজ্যিকীকরণ ও যান্ত্রিকীকরণে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, কৃষিতে এ সরকারের এখন মূল লক্ষ্য হলো খোরপোশের কৃষিকে বাণিজ্যিকীকরণ ও লাভজনক করা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও