করোনা: ১৫ দিনেও মিলছে না নমুনা পরীক্ষার ফল
নমুনা দেওয়ার ১৫ দিন পরেও তদবির ছাড়া ফল মিলছে না বলে অভিযোগ উঠেছে। রংপুরের পীরগাছায় ভুক্তভোগীরা করছেন এমন অভিযোগ। তবে ব্যক্তিগত তদবিরের মাধ্যমে কয়েকজন রিপোর্ট পেয়েছে বলে জানা গেছে। নমুনার ফল পেতে দীর্ঘসূত্রতার কারণে অনেকে হোম কোয়ারেন্টিন মানছে না। এতে তারা পরিবারসহ বাইরের লোকজনের সংস্পর্শে আসছেন। ফলে উপজেলাজুড়ে ব্যাপকহারে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলায় গত ১০ জুন থেকে ১৭ জুন পর্যন্ত পূর্বের সংগৃহীত নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা শনাক্ত হয়। ১১ জুন থেকে ২৪ জুন পর্যন্ত ৩৯ জনের নমুনা সংগৃহীত হলেও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ মাত্র আটজনের ফল পাওয়া যায়। এর মধ্যে অন্তত পাঁচজন তদবিরের মাধ্যমে নমুনা পরীক্ষার ফল হাতে পেয়েছে। সর্বশেষ গত সাত দিনে কোনো রিপোর্টই আসেনি। জেলার অন্যান্য উপজেলার সংগৃহীত নমুনা নিয়মিত পরীক্ষা করা হলেও পীরগাছা উপজেলার নমুনা পরীক্ষায় ঢিলেঢালাভাব প্রথম থেকেই চলে আসছে বলে অভিযোগ রয়েছে। এ ক্ষেত্রে বৈষম্যেরও অভিযোগ তুলেছেন স্থানীয় সচেতন লোকজন।