বাবা হচ্ছেন জাস্টিন বিবার?
চ্যানেল আই
প্রকাশিত: ২৫ জুন ২০২০, ১৩:৩৩
জনপ্রিয় পপ তারকা জাস্টিন বিবার ২০১৮ সালে মার্কিন মডেল হেইলি বল্ডউইনকে বিয়ে করেন। সম্প্রতি তাদের গুঞ্জন রটেছিল তারা বিচ্ছেদের পথে হাঁটছেন। কিন্তু এবার জানা গেল বিপরীত তথ্য। জানা গেছে সন্তান নেয়ার প্রস্তুতি নিচ্ছেন এই জুটি।
ইউএস উইকলির এক সূত্র জানিয়েছে, জাস্টিন বিবার এবং হেইলি বাবা-মা হওয়ার জন্য নিজেদের প্রস্তুত করছেন। তারা সন্তান নেয়ার ব্যাপারে নিজেদের মধ্যে আলোচনা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই স্ত্রীর সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করেন বিবার।
গত বছর হেইলির জন্মদিনে ইনস্টাগ্রামে বিবার লিখেছিলেন, ‘হ্যাপি বার্থডে… তুমি আমাকে আরও ভালো ভাবে বাঁচতে শেখাচ্ছ প্রতিদিন। তোমার জীবন অনেক আকর্ষণীয়। আমাদের পরবর্তী পরিকল্পনা হলো সন্তান।’ এরপর থেকেই গুঞ্জন শুরু হয়েছে, বাবা হতে চলেছেন বিবার।