কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ঢাকার রাজপথে হ্যামিলনের বাঁশিওয়ালা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৫ জুন ২০২০, ১২:৪০

জার্মানীর হ্যামিলন শহরের মেয়র চুক্তি অনুযায়ী টাকা না দেওয়ার কারণে শিশুদের নিয়ে পাহাড়ের আড়ালে চলে গেলেন হ্যামিলনের বাঁশিওয়ালা। আর ফিরে এলেন না। এই গল্পটা হয়তো আমাদের সবারই জানা। শরতের কোনো এক বৃষ্টিভেজা দিনে ঢাকার রাজপথে হঠাৎ হ্যামিলনের বাঁশিওয়ালাকে দেখা গেল। তারপর কী হলো?

এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘হ্যামিলনের বাঁশিওয়ালা এখন ঢাকায়’। নাটকটি প্রযোজনা করেছেন প্রিয়ন্তী এডিট এন্ড ইফেক্টস এবং ওয়াইল্ড ড্রিম মাল্টিমিডিয়া। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আশরাফুজ্জামান। এতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মোশাররফ করিম, আরফান আহমেদ, এলেন শুভ্র, নাযিয়া হক অর্ষা, ঊর্মিলা শ্রাবন্তী কর, নাদিয়া আরফিন মিম, শফিক খান দিলু, হিমি হাফিজসহ আর অনেকে। শিগগিরই একটি টেলিভিশন চ্যানেলে নাটকটির সম্প্রচার শুরু হবে।

নির্মাতা এবং চিত্রনাট্যকার আশরাফুজ্জামান বলেন, ‘রূপকথার গল্প বলা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য মানুষের মনে সুপ্ত থাকা নৈতিক মূল্যবোধকে জাগ্রত করা, কারণ নৈতিকতা চর্চার বিষয়। রূপকথার চরিত্রগুলো এখানে শুধু মাত্র উপাদান, আমার উদ্দেশ্য ঢাকার মানুষের সুখ দুখের গল্প বলা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও