কচুরিপানায় ভরে গেছে টাইগ্রিস ও ইউফ্রেটিস
সমকাল
প্রকাশিত: ২৫ জুন ২০২০, ১২:১৬
সবুজ রঙের কচুরিপানায় অজস্র বেগুনি ফুলের ফুটে থাকার দৃশ্যটাকে নয়নাভিরাম মনে হতে পারে। তবে কচুরি পানা এমন এক উদ্ভিত, যা স্বচ্ছ পানির একটা বিশাল জলাশয়কে হুমকির মুখেও ফেলে দিতে পারে। যেমন ইউফেটিস ও টাইগ্রিস নদী।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- কচুরিপানা
- ইরাক