একাধিক নতুন ফিচারসহ মাইক্রোসফট টিমের 'পার্সোনাল ভার্সন'
মাইক্রোসফট এবার লঞ্চ করতে যাচ্ছে ভিডিও কলিং অ্যাপের নতুন 'পার্সোনাল ভার্সন'। অ্যান্ড্রয়েড এবং আইওএস মোবাইল ব্যবহারকারী এই নতুন ভার্সন মাইক্রোসফট টিম ব্যবহার করতে পারবেন। মাইক্রোসফটের এই পার্সোনাল ভার্সনে ব্যবহারকারীরা টেক্সট চ্যাট, ভিডিও কল, শেয়ারের তালিকা, নথি, ক্যালেন্ডার এবং লোকেশনও শেয়ার করতে পারবেন।
নতুন এই বৈশিষ্ট্যগুলো আজ থেকেই মোবাইল অ্যাপে আপডেট হওয়া শুরু হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে সমস্ত মোবাইল অ্যাপেই এই আপডেশন পৌঁছে যাবে। মাইক্রোসফট টিমের 'পার্সোনাল ভার্সন' ব্যবহারের ফলে আপনি যেমন অফিসের টিমের সঙ্গে কাজের সময় যুক্ত থাকতে পারবেন।
পাশাপাশি বন্ধুবান্ধব এবং প্রিয়জনদের সঙ্গেও মেসেজিং এবং ভিডিও কলিংয়ের মাধ্যমে একই সঙ্গে যুক্ত থাকতে পারবেন। চ্যাট এবং কল করার জন্য আলাদা গ্রুপ তৈরি করা যাবে। ফলে নিজের পরিবার, বন্ধু, অফিসের জন্য আলাদা গ্রুপের সঙ্গে প্রয়োজনীয় নথি শেয়ার করতে পারবেন। এই সমস্ত সুবিধা এই পার্সোনাল ভার্সনে আছে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- নতুন ফিচার
- ভিডিও কলিং
- মাইক্রসফট