বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালনায় ‘ভার্চুয়াল ক্লাস’
কালের কণ্ঠ
প্রকাশিত: ২৫ জুন ২০২০, ০৯:৩৬
অনলাইনে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য ‘ভার্চুয়াল ক্লাস’ (http://www.virtualclass.gov.bd) প্ল্যাটফর্ম চালু করেছে সরকার। মঙ্গলবার অনলাইনে এক অনুষ্ঠানে প্ল্যাটফর্মটির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
অনুষ্ঠানে জানানো হয়, ভার্চুয়াল প্ল্যাটফর্মটির মাধ্যমে লাইভ ক্লাস, শিক্ষামূলক কনটেন্ট ব্যবস্থাপনা, মূল্যায়ন, পর্যবেক্ষণ ও সমন্বয় করা যাবে। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণও দিতে পারবে।