করোনাভাইরাসকে ধ্বংস করে গ্রীষ্মের সূর্যরশ্মি, নতুন গবেষণা
প্রাণঘাতী যে করোনাভাইরাসের জন্য দিশেহারা হয়ে পড়েছে গোটা বিশ্ব, সেই ভাইরাসকে গ্রীষ্মের সূর্যরশ্মি অল্প সময়েই ধ্বংস করতে পারে বলে নতুন একটি গবেষণায় উঠে এসেছে। গবেষণায় মার্কিন দুই বিজ্ঞানী দাবি করেছেন, যুক্তরাষ্ট্র এবং বিশ্বের বেশিরভাগ শহরে গ্রীষ্মের মধ্য-দুপুরে ১১ থেকে ৩৪ মিনিটের মতো সূর্যের আলোতে এলে নতুন করোনাভাইরাস ৯০ শতাংশ কিংবা তারও বেশি নিষ্ক্রিয় হয়ে যায়।
যুক্তরাষ্ট্রের খ্যাতনামা ওই দুই বিজ্ঞানীর লুইস সাগ্রিপান্তি এবং ডেভিড লিটল। এই গবেষণায় গবেষকরা সূর্যের ইউভি রশ্মি (আল্ট্রাভায়োলেট রেডিয়েশন বা অতি বেগুনি রশ্মি) বছরের বিভিন্ন সময় বিভিন্ন শহরে ভাইরাসটি কীভাবে ধ্বংস করতে পারে তা বিশ্লেষণ করেন।
বিশ্লেষণ থেকে জানা যায়, গ্রীষ্মে বেশিরভাগ মার্কিন শহর এবং বিশ্বের অন্যান্য শহরে দুপুরের সূর্যের আলো মাত্র ১১ থেকে ৩৪ মিনিটের মধ্যে পৃষ্ঠের ওপরে থাকা ৯০ শতাংশ করোনা ধ্বংস করতে পারে।