সন্তানকে করোনা আক্রান্ত মায়ের স্তন্যপান করাতে বাধা নেই
বণিক বার্তা
প্রকাশিত: ২৫ জুন ২০২০, ০২:২৬
নভেল করোনাভাইরাসের এই চলমান মহামারীকালে বেশকিছু সমস্যা সামনে এসেছে। যেমন কভিড-১৯-এ পজিটিভ হওয়া মা চাইলেই সন্তানকে স্তন্যপান করাতে পারবেন কিনা? এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অবশ্য সবুজসংকেতই প্রদান করেছে। এক গবেষণার পরিপ্রেক্ষিতে সংস্থাটি অনুরোধ করেছে, করোনা আক্রান্ত নারী কিংবা যাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে তারা যেন সন্তানদের স্তন্যপান করানো বন্ধ না করেন।