ভারতকে চাপে রাখতে এবার সীমান্তে সেনা বাড়াচ্ছে পাকিস্তান

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৫ জুন ২০২০, ০০:০৭

লাদাখ সীমান্তে চীনের সঙ্গে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ভারতকে আরও চাপে রাখতে সীমান্তে সেনা বাড়াচ্ছে পাকিস্তান। গত কয়েকদিনে নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর পাকিস্তান তাদের সেনার সংখ্যা কয়েকগুণ বাড়িয়েছে বলে দাবি করেছে ভারতীয় গণমাধ্যম।

তারা জানিয়েছে, রাওয়ালপিন্ডি, লাহোর, মুলতান, অ্যাবোটাবাদ, ফয়সলাবাদ ঘাঁটি থেকে সেনা এনে নিয়ন্ত্রণরেখা বরাবর মোতায়েন করতে শুরু করেছে পাকিস্তান৷

গত ৭ জুন থেকে ১৫টি অতিরিক্ত ব্যাটালিয়নের সেনাদের ভারতের কুপওয়ারা এবং পুঞ্চ সীমান্ত বরাবর মোতায়েন করেছে দেশটি৷ ২৮ নাম্বার পাকিস্তান রাইফেল রেজিমেন্টকে পাকিস্তানশাসিত কাশ্মীরে তিন নম্বর রেজিমেন্টের সঙ্গে যুক্ত করা হয়েছে৷ ৯ নাম্বার আজাদ কাশ্মীর রেজিমেন্টকে রাওলাকোটে সেকেন্ড রেজিমেন্টের সঙ্গে জুড়ে দেয়া হয়েছে৷

পাশাপাশি, নিয়ন্ত্রণরেখা বরাবর আরও একাধিক জায়গায় মোতায়েন বাহিনীর সঙ্গে বাড়তি সেনা যোগ করেছে পাকিস্তান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও