উদ্যোক্তাদের জন্য অনলাইন মার্কেটিং প্ল্যাটফর্ম তৈরি করবে বিসিক
উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বিপণনের জন্য অনলাইন মার্কেটিং প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)। এর মূল উদ্দেশ্য হলো- কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বাজারজাতকরণে সহায়তা করা।
বুধবার অনলাইন মার্কেটিং প্ল্যাটফর্মের প্রতিনিধিত্বকারী/সহায়তাকারী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে এক ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।
এতে অনলাইন মার্কেটিংয়ের ওপর বিসিকের পক্ষ হতে তৈরি করা অবস্থান পত্রের আলোকে বিসিক অনলাইন মার্কেটিং প্ল্যাটফর্ম তৈরি ও বাস্তবায়ন কৌশল নির্ধারণ করা হয়।
ভিডিও কনফারেন্সে বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসান বলেন, সারাদেশে বিসিকের ৭৬টি শিল্প নগরীতে একটি করে পণ্য প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্র স্থাপন করা হবে। পরবর্তীতে উক্ত প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্রগুলোকে অনলাইন মার্কেটিং প্ল্যাটফর্মের সঙ্গে সংযুক্ত করা হবে, যাতে সারাদেশের উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য অলনাইনে বিক্রি করতে পারেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.