কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ধস ঠেকাতে ব্যাংকে বাঁশ

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২৪ জুন ২০২০, ২১:৫২

সিলেটে বাঁশ দিয়ে ঠেকানো হয়েছে পূবালী ব্যাংকের ধসে পড়া ছাদের একাংশ। এতে ঝুঁকিপূর্ণভাবেই চলছে ব্যাংকের কার্যক্রম। তবে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
এদিকে ব্যাংক কর্তৃপক্ষের এমন কার্মকাণ্ডে অবাক গ্রাহকরা। ভেঙে পড়া ছাদের ধস ঠেকাতে বাঁশের ব্যবহার দেখে হতভম্ব তারা।

১১ জুন রাতে পূবালী ব্যাংকের জকিগঞ্জ বাজার শাখার ছাদের একাংশ ধসে পড়ে। এতে বেরিয়ে আসে ছাদের ভিমের রড। পরে মেরামতের জন্য ১২ জুন থেকে ১৬ জুন পর্যন্ত ওই শাখার ব্যাংকিং কার্যক্রম বন্ধ রাখা হয়। কিন্তু ১৭ জুন ফের ব্যাংক খোলা হয়। তবে মেরামত না করেই ধসে পড়া কংক্রিট ও সিমেন্টের টুকরোগুলো বাঁশ দিয়ে আটকে রাখা হয়েছে।

এ ব্যাপারে পূবালী ব্যাংকের জকিগঞ্জ বাজার শাখার ব্যবস্থাপক হেলাল উদ্দিন বলেন, হঠাৎ ছাদ ধসে পড়ায় কয়েকদিন ব্যাংকের সব কার্যক্রম বন্ধ রাখা হয়। পরে ইঞ্জিনিয়ারদের পরামর্শে সাময়িক সময়ের জন্য বাঁশ ও কাঠ দিয়ে ধসে পড়া অংশ মেরামত করা হয়েছে।

পূবালী ব্যাংকের সিলেটের রিজিওনাল ম্যানেজার জিয়াউল হক বলেন, বিষয়টি শুনেছি। শাখাটি অন্য জয়াগায় পরিবর্তন করা হবে। তাই বাঁশ ও কাঠ দিয়ে মেরামত করা হয়েছে। তবে গ্রাহকদের নিরাপত্তার জন্য প্রয়োজনে পাত দিয়ে আরো মজবুত করা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও