দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়ের ৭৫তম বার্ষিকী উদযাপনে রাশিয়ায় অনুষ্ঠিত হয়ে গেলো জাকজমকপূর্ণ কুচকাওয়াজ। প্রতি বছর ৯ মে এই মনোজ্ঞ প্যারেড অনুষ্ঠিত হয়ে থাকলেও, এ বছর করোনা মহামারীর কারণে তা স্থগিত করা হয়। পরবর্তীতে করোনার প্রকোপ কিছুটা কমে আসায় দেশটিতে লকডাউন শিথিল হওয়ায় বুধবার মস্কোর ঐতিহ্যবাহী রেড স্কয়ারে আয়োজন করা হয় বিজয় দিবসের ওই কুচকাওয়াজ।
এবারের প্যারেডে অংশ নেন রুশ সেনাবাহিনীর ২২৫টি ইউনিটের ১৫ হাজার সদস্য এবং প্রায় আড়াইশ সামরিক যান। এছাড়াও, এতে আকাশ মহড়ায় অংশ নেন বিমান বাহিনীর ৭৫টি অত্যাধুনিক যুদ্ধবিমান। মনোমুগ্ধকর এই প্যারেডের উদ্বোধন করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়াও, এতে উপস্থিত ছিলেন সরকারের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.