২০০৯ সালে জিমি কিমেলকে দেওয়া এক সক্ষাৎকার সম্প্রতি ভাইরাল হয়েছে। সেখানে ৩৪ বছর বয়সী হলিউড তারকা মেগান ফক্স তাঁর ১৫ বছর বয়সে ব্যাড বয়েজ টু–এর সেটে যৌন হয়রানির কথা জানান। সেই ঘটনা আবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে মেগান আরও একবার ধিক্কার জানিয়েছেন বিশ্বের সবচেয়ে বড় সিনেমা ইন্ডাস্ট্রি হলিউডকে। ট্রান্সফরমার্স তারকা মেগান বলেন, ‘হ্যাঁ, আমার বয়স ছিল ১৫। আমার পরনে ছিল ছোট প্যান্ট, মাথায় রাখাল বালকের মতো হ্যাট, পায়ে ৬ ইঞ্চি উঁচু জুতা। তাই বলে কেউ বাজেভাবে আমার গায়ে হাত দেওয়ার অধিকার রাখে না।
কেউ আমার সঙ্গে অসভ্যতা করার অধিকার রাখে না। হলিউড তখনো সেক্সিস্ট আর পুরুষতান্ত্রিক ছিল। এখনো নিষ্ঠুর রকম পুরুষতান্ত্রিক আছে। আমাদের প্রতিবার সাহসের সঙ্গে মুখ খুলতে হবে, ওদের “মুখোশ” খুলে দিতে হবে। এসব আচরণকে প্রতিহত করতে হবে। আপনারা যাঁরা মুখ খুলেছেন, আমি তাঁদের টুপিখোলা অভিবাদন জানাই।’ উল্লেখ্য, দুদিন আগেই সংগীতশিল্পী জাস্টিন বিবারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে বিবৃতি দিয়েছেন দুই নারী। মেগান সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন সাবেক প্রেমিক ও জীবনসঙ্গী ব্রায়ান অস্টিন গ্রিনের সঙ্গে। তাঁদের সম্পর্ক হলিউডের সবচেয়ে বেশি চর্চিত ও ‘দ্বিধাগ্রস্ত’ সম্পর্কগুলোর একটি।
২০০৪ সাল। মেগানের বয়স তখন মাত্র ১৮। প্রেম শুরু করলেন ব্রায়ানের সঙ্গে। ২০০৬ সালের নভেম্বরে বাগদান হলো। তারপর আর বিয়ের খোঁজ নেই। ২০০৯ সালে তাঁরা সেই বাগদান ভেঙে দিলেন। ২০১০ সালের ১ জুন আবার বাগদান হলো। ২৪ জুন বিয়েও সারলেন। ২০১৫ সালে মেগান বিচ্ছেদের আবেদন করেন। কিছুদিন পরেই আবার পুরোনো আবেদন বাতিল করার জন্য নতুন করে আবেদন করেন। ২০১৯ সালে আবার বিচ্ছেদের আবেদন করেন তিনি। এবার আর সেই আবেদন উঠিয়ে নেননি। অবশেষে ২০২০ সালের মে মাসে তাঁদের আলাদা হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.