You have reached your daily news limit

Please log in to continue


করোনায় কর্মহীন বিউটি শ্রমিকরা

করোনার মহামারীর থাবায় লণ্ডভণ্ড হয়ে গেছে বিউটি পার্লার ব্যবসা। কর্মছাড়া হয়েছে সহস্র্রাধিক কর্মজীবী নারী। আর্থিকভাবে ক্ষতি হয়েছে এসব প্রতিষ্ঠানের প্রায় ৫০ লাখ টাকা। সৈয়দপুরে বিউটি পার্লার রয়েছে অর্ধশত। পাঁচজন থেকে ১৫ জন পর্যন্ত কর্মজীবী নারী ওইসব পার্লারে কাজ করত। করোনায় কাজহারা হয়ে মানবেতর জীবন যাপন করছেন পার্লারের মালিক ও কর্মজীবী নারীরা। পার্লার কর্মী উম্মে হাবিবা, নওশিন, আনা রহমান জানান, পার্লারে বেতনের টাকা সংসার খরচে অর্থের যোগান দেয়া হতো। এতে করে স্বামী-স্ত্রীর আয়ে সংসার মোটামুটি চলে যেত। কিন্তু বেকার থাকায় একজনের আয়ে আর সংসার চলছে না। ধারদেনা করেও দেখা মিলছে না কোন কুলের। ছোট দোকানিরা আর আমাদের বাকিতে সওদাও দিতে চান না। কথা হয় পার্লার ব্যবসায়ী সমিতির সভাপতি তাসলিমা সরকার শিউলির সঙ্গে। তিনি জানান, তার প্রতিষ্ঠানে ১৪ জন নারী কর্মী কাজ করতো। কাজ না থাকায় সবাইকে ছাটাই করতে হয়েছে। নিজের আর্থিক সঙ্কটের কারণে তাদের সাহায্য করাও সম্ভব হচ্ছে না। এমনকি পার্লার কর্মীরা সামাজিক নিরাপত্তা কর্মসূচিরও তেমন সুযোগ পাচ্ছে না। বলতে গেলে মুখ বন্ধ করে তারা দারিদ্র্য সীমার নিচে জীবন অতিবাহিত করছে। তার মতে তার প্রতিষ্ঠানে প্রতি মাসে কমপক্ষে পাঁচ লাখ টাকা আয় হতো। কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ করেও সংসার মোটামুটিভাবে চলে যেত। কারো মুখাপেক্ষি হয়ে থাকতে হতো না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন