You have reached your daily news limit

Please log in to continue


ভিয়েতনামে এক নাপিতের ছয় বছরের জেল, পেছনের গল্পে চমক

সোশ্যাল মিডিয়ায় ডা. হেয়ারকাট নামে পরিচিত গুয়েন ভ্যান এনঘিয়েম (৫৭) কে ছয় বছরের কারাদণ্ড দিয়েছে ভিয়েতনামের একটি আদালত। গতকাল মঙ্গলবার তাকে এ সাজা শোনানো হয়। জানা গেছে, চুল কাটার ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে সরাসরি দেখিয়েছেন তিনি। চুল কাটার সময় সরকারের সমালোচনা করার দায়ে তাকে ওই সাজা দেওয়া হয়। কিন্তু আদালতে নিজের পক্ষে কোনো আইনজীবী রাখতে চাননি গুয়েন। এর আগে ২০১৯ সালের ৫ নভেম্বর তাকে হোয়া বিনহ প্রদেশে আটক করা হয়। ভিয়েতনামের সংবিধানের ১১৭ অনুচ্ছেদ লঙ্ঘন করে সরকারবিরোধী গল্প তৈরি এবং তা ছড়িয়ে দেওয়া, সরকারের বিরুদ্ধে নথি তৈরির অভিযোগও তোলা হয় তার বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তির স্ত্রী ফাম থি জুয়ান বলেছেন, গতকাল মঙ্গলবার আমার স্বামী শুনানির সময় নিজের পক্ষে কোনো আইনজীবী রাখতে রাজি হননি। তিনি আরো বলেন, আমার স্বামী উকিল ভাড়া করতে রাজি হননি। তিনি শুধু আমাকে বলেছেন যে, কয়েক বছর তিনি পরিবারের বাইরে থাকছেন। সে কারণে বাচ্চাদের এবং আমার দেখাশোনা নিজের থেকে করতে বলেছেন। জানা গেছে, ২০১১ সাল থেকে ফেসবুকে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট খুলে দেশের রাজনৈতিক অবস্থা এবং সামাজিক বিষয়ে গল্প তৈরি ও ভিডিও বানিয়ে ছড়িয়ে দিতেন তিনি। এজন্য নিজের নামে, ডা. হেয়ারকাট, প্রফেসর হেয়ারড্রেসার, মং বি হাইস্কুল স্টুডেন্টস নামে বিভিন্ন অ্যাকাউন্ট চালু করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন