বাগাতিপাড়ায় লাশবাহী অ্যাম্বুলেন্স উল্টে সাতজন আহত

বাংলা নিউজ ২৪ বাগাতিপাড়া, নাটোর প্রকাশিত: ২৪ জুন ২০২০, ১৩:২৮

নাটোরের বাগাতিপাড়ায় লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে পুকুরে পড়ে চালক ও নারীসহ সাতজন আহত হয়েছেন।  বুধবার (২৪ জুন) বেলা ১১টার দিকে উপজেলার স্যান্নাল পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- মৃত ব্যক্তির চাচা মাসুদ হোসেন (৪০), তার ভাই সুমন হোসেন (১৭), মা রত্না বেওয়া (৫৫), শ্বাশুড়ি লিলি বেগম (৫০) ও শ্যালক আব্দুল হান্নান (৩২), চালক সোহাগ হোসেন (৩৫) এবং হেলপার মিলন (১৮)।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বাংলানিউজকে জানান, বাগাতিপাড়া উপজেলার ফাগুয়াড় দিয়াড় ইউনিয়নের নতুন কলাবাড়িয়া গ্রামের মৃত সাদেক আলীর ছেলে আতিয়ার রহমান অসুস্থ হয়ে চার দিন আগে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন।  মঙ্গলবার (২৩ জুন) রাতে চিকিৎসাধীন অবস্থায় আতিয়ার রহমান মারা যান।

বুধবার (২৪ জুন) সকালে রাজশাহীর একটি লাশবাহী প্রাইভেট অ্যাম্বুলেন্সে স্বজনরাসহ আতিয়ারের মরদেহ বাগাতিপাড়ায় আনার সময় উপজেলার স্যান্নালপাড়া এলাকায় পৌঁছালে অ্যাম্বুলেন্সের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তখন অ্যাম্বুলেন্সটি উল্টে রাস্তার পাশের একটি পুকুরের পানিতে পড়ে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও