চীনে ফের কুকুর খাওয়ার উৎসব!

সংবাদ প্রকাশিত: ২৪ জুন ২০২০, ১৩:২৬

দুনিয়াজুড়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই চীনে ফের শুরু হয়েছে কুকুর খাওয়ার উৎসব। গত ২১ জুন শুরু হওয়া এ উৎসব চলবে আগামী ৩০ জুন পর্যন্ত। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউলিন শহরে প্রতি বছর ১০ দিনব্যাপী এ আয়োজনে হাজার হাজার মানুষের ঢল নামে। এতে কুকুরের মাংসের স্বাদ নিতে ব্যস্ত থাকেন ক্রেতা-দর্শনার্থীরা।

খাওয়াদাওয়ার পাশাপাশি চলে কুকুর কেনাবেচা। বিক্রি হয় খাঁচায় বন্দি জীবন্ত কুকুর। কয়েকদিন বয়সের কুকুরছানাও বাদ যায় না এই বিকিকিনি থেকে।চীনে পশুদের অধিকার নিয়ে কাজ করা হিউম্যান সোসাইটি ইন্টারন্যাশনালের মুখপাত্র পিটার লি বলেন, তার প্রত্যাশা প্রাণীদের কথা ভেবে না হলেও শুধু নিজেদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এমন অবস্থার পরিবর্তন হবে।

তিনি জানান, চীনে প্রতি বছর এক কোটি কুকুর ও ৪০ লাখ বিড়াল মারা হয় ব্যবসার জন্য।উল্লেখ্য, চীনের উহান শহরের একটি বাজার থেকে দুনিয়াজুড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বলে মনে করা হয়। এ ঘটনায় দুনিয়াজুড়ে সমালোচনার মুখে পড়ে দেশটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে