কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


টি-টোয়েন্টির রাজা বলছেন, ‘টেস্ট ক্রিকেটই সবার সেরা’

বেশ কয়েকবছর ধরেই টি-টোয়েন্টি ক্রিকেটের অধিক জনপ্রিয়তা ভাবাচ্ছে ক্রিকেটের অভিজাত ফরম্যাট টেস্টপ্রেমীদের। অনেকেরই আশঙ্কা কুড়ি ওভারের ক্রিকেটের আগ্রাসনে হয়তো ম্লান হতে থাকবে টেস্ট ক্রিকেট আকর্ষণ। তবে টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা ক্রিস গেইলের মতে, টেস্ট ক্রিকেটই আসলে সবার সেরা। যা কি না মানুষকে জীবনের শিক্ষাও দেয়। তিনি নিজে টি-টোয়েন্টি ফরম্যাটের অবিসংবাদিত কিংবদন্তি হলেও, টেস্ট ক্রিকেটের ভূয়সী প্রশংসাই করেছেন গেইল। ভারতীয় ক্রিকেট দলের ওপেনার মায়াঙ্ক আগারওয়ালের সঙ্গে এক অনলাইন আড্ডায় গেইল বলেন, ‘টেস্ট ক্রিকেটই আসলে শেষ কথা। টেস্ট ক্রিকেট আপনাকে জীবন সম্পর্কে জানার সুযোগ দেয়। কারণ পাঁচদিনের টেস্ট ক্রিকেট অনেক বেশি চ্যালেঞ্জিং।’ তিনি আরও যোগ করেন, ‘টেস্ট ক্রিকেট বারবার আপনার পরীক্ষা নেয় এবং শেখায় সবকিছুর ক্ষেত্রে কতো নিয়মের মধ্যে থাকতে হয়। এছাড়া কঠিন সময় থেকে ঘুরে দাঁড়ানোর শিক্ষাও পাওয়া যায় টেস্ট ক্রিকেট থেকে।’ এমনিতে টি-টোয়েন্টি ক্রিকেটের রাজা হলেও, গেইলের টেস্ট ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। ২০০০ সালে অভিষেকের পর ২০১৪ পর্যন্ত তিনি সাদা পোশাকে খেলেছেন ১০৩টি ম্যাচ। যেখানে ১৫ সেঞ্চুরি ও ৩৭ ফিফটিতে করেছেন ৭২১৪ রান।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন