You have reached your daily news limit

Please log in to continue


জন্মদিনের উপহার

২২ জুন ছিল গায়ক আসিফ আকবরের স্ত্রী সালমা আসিফ মিতুর জন্মদিন। এ উপলক্ষে এদিন বউয়ের জন্য উপহার হিসেবে ‘সুপার বিউটিফুল’ শিরোনামে একটি গান প্রকাশ করেন আসিফ, যা লিরিক্যাল ভিডিওতে আপলোড করা হয় গায়কের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে।  আসিফ বলেন, ‘কিছুদিন আগে ওমর ফারুক আমাকে গানটির কথাগুলো দেয়। পড়ে দেখি কথাগুলোর সঙ্গে আমার ব্যক্তিজীবনের মিল আছে। স্ত্রী পাশে থাকলে আমার যে অনুভূতি হয়, গানটির বিষয়বস্তুও তাই। শুরুতে পরিকল্পনা ছিল আসছে কোরবানির ঈদে গানটি প্রকাশ করব। পরে বউয়ের জন্মদিন উপলক্ষে তাকে চমক দিতে সিদ্ধান্ত পরিবর্তন করেছি। উপহারটা সে দারুণভাবে গ্রহণ করেছে। শ্রোতারাও আনন্দ পেয়েছে।’ মিতু বলেন, ‘জন্মদিনে গায়ক স্বামীর কাছ থেকে এমন উপহার পেয়ে খুব ভালো লেগেছে। অনেক মজা পেয়েছি। গানটি শুনতে শুনতে মনের অজান্তেই হাসি চলে আসছিল!’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন