করোনায় হার্ড ইমিউনিটির প্রমাণ নেই, শুধুই কল্পনা: মার্কিন বিজ্ঞানী
করোনাভাইরাসে হার্ড ইমিউনিটির কোনও প্রমাণ নেই মন্তব্য করে মার্কিন এক বিজ্ঞানী বলেছেন, এটা শুধু কল্পনা। তিনি এমন এক সময় এই হার্ড ইমিউনিটির ব্যাপারে কথা বললেন যখন যুক্তরাষ্ট্রে তরুণদের মাঝে করোনা সংক্রমণ ক্রমান্বয়ে বাড়ছে; বাড়ছে বিশ্বের অন্যান্য প্রান্তেও।
কোনও ভ্যাকসিন না আসা পর্যন্ত শেষ পর্যন্ত এই হার্ড ইমিউনিটির দিকেই হাঁটতে হবে কিনা সেটি নিয়ে বিতর্ক আছে। এর মাঝেই মার্কিন বিজ্ঞানী ও লেখক উইলিয়াম হ্যাসেলাইন মঙ্গলবার বলেন, করোনাভাইরাস জটিল হতে পারে।
সিএনএনের নিউ ডে অনুষ্ঠানে অংশ নিয়ে মার্কিন এই বিজ্ঞানী বলেন, ‘আমি বলি- এই ভাইরাসটিতে আপনি আক্রান্ত হন এবং তারপর আপনার শরীর এটিকে ভুলে যায়। এটি কোনও স্ট্যান্ডার্ড ভাইরাস নয় যে, আপনি হার্ড ইমিউনিটি পেতে যাচ্ছেন।’
তিনি বলেন, করোনাভাইরাসে হার্ড ইমিউনিটির কোনও প্রমাণ নেই। এর কোনও অস্তিত্ব নেই। প্রত্যেক বছর এ ধরনের চারটি করোনাভাইরাস ফিরে আসে, আমাদের স্বর্দি জ্বর হয়। আপনার যদি এসব করোনাভাইরাসের সংক্রমণ হয়, তাহলে এক বছর পরও একই ধরনের রোগ হবে।
উইলিয়াম হ্যাসেলাইন বলেন, এখন আমরা গবেষণা থেকে জানতে পাই যে, মাত্র দুই মাস পর শরীরে করোনার ইমিউনিটি নষ্ট হয়ে যায়। এটা বিলীন হয়ে যায় না, তবে খুব অল্প সময় পরে দুর্বল হয়ে যায়। সুতরাং করোনাভাইরাসে হার্ড ইমিউনিটি বলে কোনও সমাধান নেই।
বিশ্বের বিভিন্ন দেশ উচ্চাকাঙ্ক্ষা নিয়ে হার্ড ইমিউনিটির দিকে অনিচ্ছা সত্ত্বেও হাঁটতে বাধ্য হলেও মার্কিন এই বিজ্ঞানী বলেন, এটা একেবারেই উদ্ভট কল্পনা। এটা কয়েকটি ভাইরাসের ক্ষেত্রে হয়। তবে এই ভাইরাসের ক্ষেত্রে সেটি হবে, তেমন কিছু দেখা যাচ্ছে না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.