কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে যৌতুক বিহীন বিয়ে

বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত: ২৩ জুন ২০২০, ২০:৩৫

‘বেশ কয়েক জায়গা থাকি আলাপ আসছিলো কিন্তু ছেলে পক্ষকে যৌতুক দিবার নাগে আরো ফির বিয়ের অনুষ্ঠানের খরচ আছে। এত টাকা মোর নাই, যার জন্যে মেয়ের বিয়াও দিবার পারো নাই এতদিন।’

বলছিলেন নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের দক্ষিণ দোনদরি গ্রামের খামাত পাড়া এলাকার দুলাল হোসেন। ভ্রাম্যমাণ মনিহরি দোকান চালিয়ে সংসার চালাতে হয় তাকে। যার কারণে বিয়ে খরচের বোঝা সামলানো হয়নি তার। এতদিন মেয়ে আশা মনির বিয়ে দিতে না পারলেও যৌতুক কিংবা কোন খরচ ছাড়াই বিয়ে হয়েছে তার মেয়ের।জাঁকজমকপূর্ণ পরিবেশে এই বিয়ের আয়োজন করে ইউনিয়ন আওয়ামী লীগ।

২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকীর অন্যান্য কর্মসূচির অংশ হিসেবে যৌতুক বিহীন বিয়ের আয়োজন করা হয় ইউনিয়নে। কচুকাটা বাজার দলীয় কার্যালয়ে পাইকার পাড়া এলাকার মোখলেছুর রহমানের ছেলে মিনারুল ইসলামের সাথে ধর্মীয় আচারে বিয়ে সম্পন্ন হয় তাদের। এ সময় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ সরকার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, ভিশন-২০২১ এর সমন্বয়কারী হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

এর আগে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বিকেলে দরিদ্রদের মাঝে শাড়ি, লুঙ্গি ও গাছের চারা বিতরণ করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও