কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অবসরের পর মিডিয়ায় কাজ করতে চান শোয়েব

এনটিভি প্রকাশিত: ২৩ জুন ২০২০, ১৯:০০

রাজনীতির মাঠের মতো খেলার মাঠেও ভারত-পাকিস্তানের সম্পর্ক সাপে-নেউলে। একে অপরের চিরপ্রতিদ্বন্দ্বী। তাই দ্বিপক্ষীয় সিরিজ খেলতে নারাজ দুই প্রতিবেশী দেশ। সবশেষে ২০১২ সালে দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ভারত-পাকিস্তান। গত কয়েক বছর ধরে আইসিসি ও এসিসির ইভেন্ট ছাড়া দুই দেশের ম্যাচ দেখা থেকে বঞ্চিত হচ্ছে ক্রিকেট ভক্তরা।

বিষয়টিকে ভালোভাবে দেখেছেন না পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক। পাকিস্তান তারকা মতে, ক্রিকেটের জন্য হলেও ভারত-পাকিস্তান সিরিজ আয়োজন প্রয়োজন। কারণ ভারত-পাকিস্তান সিরিজ মানেই ভক্তদের কাছে বিশেষ কিছু। তাতে ক্রিকেটেরই লাভ বলে মনে করেন শোয়েব।

পাকিস্তানের একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে শোয়েব বলেন, ‘আমার মতে, ক্রিকেটের যেমন অ্যাশেজকে দরকার তেমনি এই লড়াইটাও (ভারত–পাকিস্তান সিরিজ) খুব করে প্রয়োজন। অ্যাশেজ সিরিজ ছাড়া ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া কি টেস্ট ক্রিকেটের কল্পনা করতে পারে? দুটি সিরিজই তো একইরকম আবেগ ও তীব্রতা নিয়ে খেলা হয়। আর দুটোরই কী সমৃদ্ধ ইতিহাস। আমরা যে এখন খেলছি না সেটি খুবই দুঃখজনক।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও