কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জেনে নিন উইপোকা দূর করার উপায়

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৩ জুন ২০২০, ১৫:১৮

প্রয়োজনীয় জিনিসপত্র নষ্ট করতে বেশ পটু উইপোকা। কাঠের আসবাব বা কাগজে উইপোকা ধরলে আর নিস্তার নেই। আপনার বাড়ির পরিবেশ যদি স্যাঁতস্যাঁতে হয়, তবে উইপোকা বাস করার জন্য সেটি বেশ সহায়ক। উইপোকা দূর করার আছে কিছু ঘরোয়া উপায়। এগুলোর মাধ্যমে আপনি খুব সহজেই উইপোকা দূর করতে সক্ষম হবে। বোল্ডস্কাই জানাচ্ছে উইপোকা দূর করার ঘরোয়া কিছু সহজ উপায়-

পানি জমতে দেবেন না

বাড়ির যেসব জায়গায় আসবাবপত্র রয়েছে, তার আশপাশে কোথাও পানি জমতে দেবেন না। নর্দমা, বাড়ির আশপাশ পরিষ্কার রাখুন। কোথাও যাতে স্যাঁতসেতে না থাকে সেদিক খেয়াল রাখুন, কারণ উইপোকা স্যাঁতসেতে জায়গায় বেশি হয়।

তেতো জিনিসের স্প্রে করুন

উইপোকা তেতো জিনিস বা তেতো গন্ধ একদমই সহ্য করতে পারে না। তাই, যে স্থানে উইপোকা হয়েছে সেখানে তেতো জিনিসের রস ছিটিয়ে দিন। উদাহরণস্বরূপ, নিম বা করলার রস স্প্রে করলে এর থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়া, নিমপাতা শুকিয়ে গুঁড়ো করেও বইয়ের আলমারির তাকে বা কাঠের আসবাবের কোণায় ছড়িয়ে দিতে পারেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও