ডিটারজেন্ট ও ব্লিচিং পাউডার ছাড়াই কাপড় পরিষ্কারের দূর্দান্ত কৌশল
রোজকার জীবনে কাপড় ধোয়ার সমস্যায় অনেকেই বিরক্তবোধ করেন! কষ্টকর এই কাজটি বেশ সময়সাপেক্ষ ও শ্রমনির্ভর। বর্তমানে অনেকেই অবশ্য ওয়াশিং মেশিন ব্যবহার করে সেই পরিশ্রম অনেকটাই কমিয়ে নিয়েছে। তবে ডিটারজেন্ট বা ব্লিচ কাপড়সহ পরিবেশের জন্য বেশ মারাত্মক হয়ে থাকে।
কাপড় পরিষ্কারক উপাদান হিসেবে আমরা সবাই ডিটারজেন্ট বা ব্লিচ ব্যবহার করে থাকি। কাপড় ঝকঝকে সাদা করার প্রচলিত উপায় হলো ব্লিচ ব্যবহার কর। তবে জেনে রাখা ভালো, আপনার স্বাস্থ্য ও পরিবেশের জন্য ব্লিচ ক্ষতিকর হতে পারে। বিশেষ করে শিশুদের জন্য ব্লিচ খুবই মারাত্মক।
ইউরোপিয়ান গবেষকদের দ্বারা পরিচালিত ২০১৫ সালের একটি গবেষণায় পাওয়া যায়, ঘরে ব্লিচ রাখার কারণে শিশুদের মধ্যে অসুস্থতার হার বৃদ্ধি পেয়েছিল, যেমন- টনসিলাইটিস বা টনসিলের প্রদাহ, ফ্লু এবং শ্বাস-প্রশ্বাসের সমস্যা। এছাড়া কাপড় থেকে ব্লিচ ধুয়ে ফেলার পর তা পরিবেশে দীর্ঘদিন ধরে থেকে যায়।
তবে ব্লিচ ছাড়াও সাদা কাপড়ের দাগ দূর করা যায় এবং বিকল্প অবিশ্বাস্য পরিষ্কারক উপাদানটি হলো লেবুর রস! লেবুর রস হলো প্রাকৃতিক ও পরিবেশবান্ধব সাদাকারক। ঘরের আরো অনেক কিছু পরিষ্কার করতে লেবুর রস ব্যবহার করা যায়। চামড়ার জিনিস পরিষ্কার করতেও লেবুর রস বিশেষভাবে চমৎকার।
লেবুর রস কীভাবে সাদা করে? লেবুর রসে উচ্চমাত্রায় সাইট্রিক অ্যাসিড থাকে। এই অ্যাসিডের এনজাইম আপনার কাপড়কে প্রাকৃতিকভাবে ঢিলা করতে ও দাগ দূর করতে দাগের সঙ্গে বিক্রিয়া করে এবং কাপড়কে ঝকঝকে সাদা করে তোলে।
সাদা কাপড় পরিষ্কারের জন্য সেরা পরিষ্কারক হলো লেবুর রস, কিন্তু রঙিন কাপড়ের জন্য এটি উপযুক্ত নয়- কারণ লেবুর রস রঙিন কাপড়কে দ্রুত বিবর্ণ করে তোলে।
কাপড় হাতে ধোয়ার ক্ষেত্রে লেবুর রস যেভাবে ব্যবহার করবেন- দুই কাপ লেবুর রসের সঙ্গে এককাপ লবণ মেশান।
- ট্যাগ:
- লাইফ
- কৌশল
- কাপড় পরিষ্কার