সুশান্তকে উৎসর্গ করে গান করলেন মাহিলা-লাবিবা

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২৩ জুন ২০২০, ০৯:৩৯

প্রথমবারের মতো একসঙ্গে কোনো গান গেয়ে প্রকাশ করলেন দুই বোন ফাইরুজ মাহিলা ও ফাইরুজ লাবিবা। সদ্য প্রয়াত বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতকে উৎসর্গ করে তারা  প্রকাশ করেছেন ‘এমএস ধোনি : দি আনটোল্ড স্টোরি’ ছবির ‘কোন তুঝে’ গানটি।  গানটি দুই বোন গেয়েছেন শুধু গিটারের বাজিয়ে।

গিটার বাজিয়েছেন ছোট বোন ফাইরুজ লাবিবা। গানটির ভিডিও ১৮ জুন নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন লাবিবা।  গানটি নিয়ে মালিহা বলেন, গানটি আমাদের দুই বোনেরই খুব প্রিয়। সুশান্ত সিং রাজপুত আমার প্রিয় অভিনেতা, তাই তাকে উৎসর্গ করে গানটি গেয়েছি। বেশ সাড়াও পাচ্ছি। লাবিবা বলেন, গানটি আমরা মোবাইল ফোনে রেকর্ড করি। আমি গিটার বাজাই। এরপর ঘরেই ভিডিও করি। এ ক্ষেত্রে সহযোগিতা করেছেন আম্মু।

প্রিয় নায়ককে উৎসর্গ করে গানটি গেয়েছি।  প্রসঙ্গত, ২০১৩ সালে চ্যানেল আইয়ে প্রচারিত সংগীত বিষয়ক প্রতিযোগিতা ‘ক্ষুদে গানরাজ’র বিজয়ী হয়েছিলেন খুলনার মেয়ে ফাইরুজ মাহিলা। ছয় বছর পর ২০১৯ সালে একই চ্যানেলের ‘গানের রাজা’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও