দ্য আন্ডারটেকার! নামটা শুনলেই স্মৃতিমেদুর হয়ে পড়েন অনেকেই। শৈশবের আইকন সাত ফুটের এই ডব্লিউডব্লিউই স্টার। একটা সময় ছিল যখন স্কুলপড়ুয়াদের শৈশবকে বিনোদনে মাতিয়ে রাখতো এই রেসলার। এবার সেই বিখ্যাত রেসলার মার্ক ক্যালাওয়ে ওরফে আন্ডারটেকার সিদ্ধান্ত নিলেন রেসলিং রিং ছাড়ার। পেশাদার ডব্লিউডব্লিউই কুস্তির ডকু সিরিজ দ্য লাস্ট রাইডে ঘোষণা করলেন রেসলিং কিংবদন্তি আন্ডারটেকার।
তিনি বলেন, আমার আর রিংয়ে ফেরার কোনও ইচ্ছা নেই। আমি এই পথ ছাড়লাম। শেষবার এই ডব্লিউডব্লিউই তারকাকে রেসলমেনিয়া ৩৬ বোন-ইয়ার্ড ম্যাচে দেখা গিয়েছে। ডব্লিউডব্লিউই বা ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট বিশ্বজুড়ে ভীষণ জনপ্রিয়। তরুণদের মধ্যে এর প্রভাব বেশি। তবে দেখতে বসে গেলে বয়সের কথা মনে থাকে না মধ্যবয়সী আর প্রবীণদেরও। রেসলিংয়ের মধ্যে আলাদা একটা আকর্ষণ অনুভব করেন সব বয়সের মানুষই।
আর এই জগতের কিংবদন্তি এক রেসলার ‘দ্য আন্ডারটেকার’। তার জনপ্রিয়তা এমনই আকাশচুম্বী, যারা নিয়মিত খেলা দেখেন না, তারাও নামটি শুনেছেন বহুবার। চেহারাটাও ভীষণ পরিচিত। সাতবারের ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন এই আন্ডারটেকার।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.