তার চোখমুখ উজ্জ্বল হয়ে ওঠে। যুক্তরাষ্ট্রের টেক্সাস টেক বিশ্ববিদ্যালয়ে ডক্টরেটের জন্য কাজ করছেন নাইজেরিয়ান বিজ্ঞানী তানশি।তার মতো আরো বেশ কয়েকজন বিজ্ঞানী আছেন, যাদের প্রয়াসের লক্ষ্য বাদুড়ের নেতিবাচক ইমেজ দূর করা। বিশেষ করে এই সময়টায়; করোনাভাইরাস মহামারি ছড়ানোর পেছনে বাঁদুড়ের একটা ভূমিকা আছে; এরকম কথাবার্তা বাদুড়ের ইমেজ আরো বেশি খারাপ করে দিয়েছে ।
অস্ট্রেলিয়া থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত নানা জায়গায় গণহারে বাদুড় হত্যা এবং তাড়ানোর খবর পাওয়া গেছে। সংরক্ষণবাদীরা বিচলিত হয়ে পড়েছেন এসব খবরে। কিন্তু বাদুড়কে এ মহামারির জন্য দোষ দেয়ার ফলে যা হচ্ছে তা হলো– আসল যে অপরাধী সে ছাড়া পেয়ে যাচ্ছে।
কোভিড-১৯ মহামারির জন্য বাঁদুড়কে দায়ী করা হচ্ছে কেন? ড. ওয়েবালা বলছেন, বিবর্তনের দিক থেকে বলতে গেলে, মানুষ ও বাঁদুড়ের মধ্যে পার্থক্য অনেক। কাজেই সার্স-কোভ-টু ভাইরাস যদি বাদুড় থেকেই এসে থাকে– তাহলেও তাকে সম্ভবত মাঝখানে অন্য আরেকটা প্রাণী বা ‘হোস্ট’র মধ্যে দিয়ে যেতে হয়েছিল।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.