You have reached your daily news limit

Please log in to continue


সিনিয়র সচিব হলেন পানিসম্পদ সচিব কবির বিন আনোয়ার

পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ারকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার।  আজ সোমবার (২২ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাকে একই মন্ত্রণালয়ে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আগামী ২৯ জুন থেকে এ আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।  সচিব হওয়ার আগে অতিরিক্ত সচিব হিসেবে মহাপরিচালক (প্রশাসন) প্রধানমন্ত্রীর কার্যালয় পদে নিযুক্ত ছিলেন সপ্তম (৭ম) ব্যাচের এই কর্মকর্তা। তার জন্ম ১৯৬৪ সালের ১ জানুয়ারি, সিরাজগঞ্জে। তার বাবা বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন রতু এবং মা সৈয়েদা ইসাবেলা মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। রেসিডেনসিয়াল স্কুল ও কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক জীবন শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং রাষ্ট্রবিজ্ঞানে এমএ করেন। পরে এলএলবি ডিগ্রি অর্জন করেন। কবির বিন আনোয়ার কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে ২০১৬ ও ২০১৮ সালে জনপ্রশাসন পদক লাভ করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন