কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাংলা ওয়েব সিরিজ: বিতর্কের কারণ কী যৌনতা, নাকি অন্যকিছু

বিবিসি বাংলা (ইংল্যান্ড) প্রকাশিত: ২২ জুন ২০২০, ১৮:৩০

রুখসানা আহমেদ ঢাকার মগবাজার এলাকার বাসিন্দা। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরী করেন। গত ঈদের ছুটিতে এবং এরপর করোনাভাইরাস জনিত সাধারণ ছুটির সময়ে (বেসরকারি অফিস হলেও তাকে নিয়মিত অফিসে যেতে হতোনা) বাসায় সময় কাটিয়েছেন মূলত নেটফ্লিক্সে মুভি দেখে।

"আমি মুভির চেয়ে সিরিজ দেখতে পছন্দ করি। অনেকগুলো সিরিজ দেখলাম এই সুযোগে। কাহিনীগুলো বেশ মজার ও আকর্ষণীয়," বলছিলেন তিনি।

তবে তিনি যে সিরিজগুলো দেখেছেন তা মূলত ইংরেজি ও স্প্যানিশ। এর বাইরে হিন্দি সিরিজও বাংলাদেশে অনেকের কাছে জনপ্রিয়।

মূলত ইংরেজি ও হিন্দি ওয়েব সিরিজগুলোই বাংলাদেশের অনেক দর্শকের কাছে প্রিয়।

এবং এমনই একজন হলেন শামীমা সালাউদ্দিন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সাবেক শিক্ষার্থী বলছেন, "বিদেশি ভাষায় এতো আগ্রহ নিয়ে আমরা সিরিজগুলো দেখি। অথচ বাংলায় ওয়েব সিরিজ হয়না কেনো জানিনা। অথচ এখানকার সামাজিক পটভূমিতে কত চমৎকার গল্প বা কাহিনী ছড়িয়ে আছে"।

তবে বাংলায় ওয়েব সিরিজ নিয়ে শামীমা সালাউদ্দিনের এই আক্ষেপ এখন ভিন্ন বাস্তবতায় রূপ নিয়েছে।

কারণ সম্প্রতি তিনজন নির্মাতা বাংলাতেই তিনি ওয়েব সিরিজ নির্মাণ করেছেন যা নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।

এর মধ্যে একটির বিষয়ে তীব্র আপত্তি জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশের ৭৯জন শিল্পী, নির্মাতা ও পরিচালক।

এর মধ্যে রয়েছেন বিশিষ্ট অভিনয় শিল্পী মামুনুর রশীদের নামও।

বিবিসি বাংলাকে তিনি বলছেন, "এখন ওয়েব সিরিজে যা দেখানো হচ্ছে দেশ এটা দেখার জন্য প্রস্তুত না। শ্লীলতা বা অশ্লীলতাই একটা আপত্তির জায়গা। দুর্নীতি বা এ ধরনের অনাচার নিয়ে কিন্তু এসব সিরিজ হয়না, হয় সেক্স আর ভায়োলেন্স নিয়ে"।

তিনি বলেন এখানে যে ওয়েব সিরিজ হয়েছে সেখানে এমনও হয়েছে যে ভাষার চরম বিকৃতি ঘটানো হয়েছে কিন্তু টেলিভিশন কি এভাবে আমরা শূন্যে ছেড়ে দিবো?

তবে তার এ বক্তব্যের সাথে একমত নন তরুণ নির্মাতা ও লেখক আশফাক নিপুণ।

তিনি বলছেন, "ওয়েব সিরিজ টেলিভিশনের মতো কোনো মাধ্যম না। ওয়েব সিরিজ দেখার জন্য আপনাকে কয়েক ধাপ পেরিয়ে সেটি কিনতে হবে। এটি একটি সেন্সর প্রক্রিয়া। অর্থাৎ আপনি কোনটি দেখবেন সেটি আপনিই সিদ্ধান্ত নিতে পারছেন। ধরুন কেউ যদি মনে করে যে আমি হরর মুভি দেখবোনা তাহলে তিনি সেই কনটেন্ট দেখবেন না। কিন্তু তাই বলে তিনি তো দাবি করতে পারেননা যে হরর মুভি সরিয়ে দিন"।

ওয়েব সিরিজ আসলে কী? নাটকের সাথে পার্থক্য কোথায়?
ওটিটি বা ওভার দ্য টপ হলো প্লাটফরমটির নাম যেভাবে ওয়েব সিরিজগুলো দেখা যায়। ইন্টারনেট-ভিত্তিক প্লাটফরম যেখানে কাউকে প্লাটফরমটি ডাউনলোড করতে হয়। এরপর নির্ধারিত ফি দিয়ে গ্রাহক হতে হবে। তারপর সেখানে থাকা অসংখ্য কনটেন্টের ভেতর থেকে যে কেউ বেছে নিয়ে পছন্দনীয় কনটেন্ট দেখতে পারেন।

অর্থাৎ এটি টেলিভিশনের মতো সেট ওপেন করে রিমোট ঘুরালেই কোনো চ্যানেলে আসবেনা।

আবার ইউটিউবের মতো ফ্রি জায়গাও নয় যে কনটেন্টগুলো মন চাইলেই দেখে ফেললাম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও