কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনা পরিস্থিতিতে জমছে না বাজার, হতাশ কলকাতার হকাররা

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ২২ জুন ২০২০, ১৭:৫৭

ভারতে দিন দিন করোনা সংক্রমণ আরও খারাপের দিকে এগোচ্ছে। এরই মাঝে সেখানে করোনা শনাক্তের সংখ্যা সোয়া ৪ লাখ ছাড়িয়ে গেছে। অন্যান্য রাজ্যের সঙ্গে পাল্লা দিয়ে পশ্চিমবঙ্গেও করোনার প্রকোপ বাড়ছে। এ রাজ্যে শনাক্তের সংখ্যা ১৪ হাজার ছাড়িয়েছে। করোনা প্রতিরোধে শুরু থেকেই কয়েক দফা লকডাউন চলছে ভারত জুড়ে।  কিন্তু এ পরিস্থিতিতে অর্থনীতি ধসে পড়ার অবস্থা।

সার্বিক বাস্তবতায় গত ৮ জুন থেকে পশ্চিমবঙ্গে শিথিল করা হয়েছে ৫ম দফার লকডাউন। রাজধানী কলকাতাসহ রাজ্যজুড়ে খুলেছে দোকানপাটসহ সবকিছু। কিন্তু এরপর প্রায় ২ সপ্তাহ কেটে গেলেও এখন পর্যন্ত জমে উঠছে না বাজার।  এ পরিস্থিতিতে কলকাতার ফুটপাতের নিম্ন আয়ের ব্যবসায়ী আর হকাররা অন্য ব্যবসায়ীদের চেয়েও বেশি অসহায় হয়ে পড়েছে। বেচাবিক্রি না হওয়ায় তাদের ঘিরে ধরেছে হতাশা আর বিষণ্ণতা। 

একই চিত্র কলকাতার নিউমার্কেট থেকে শুরু করে হাতিবাগান, গড়িয়াহাটে। হকাররা ফুটপাতে পসরা সাজিয়ে নিয়ে বসলেও, ক্রেতার অভাবে বিক্রিবাট্টা একেবারেই নেই। এমনও দিন যাচ্ছে লাভ তো দূর অস্ত, অনেকেরই বউনি পর্যন্ত হচ্ছে না।  সোমবার (২২ জুন) সরেজমিনে কলকাতার বিভিন্ন মার্কেট এলাকা ঘুরে এমন চিত্রই উঠে আসে। করোনা পরিস্থিতিতে মানুষের চাহিদা, ক্রয়ক্ষমতা কমে গেছে। এরই প্রভাব পড়েছে হকারদের ব্যবসায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও