শামীম হাসান সরকার। এই সময়ের জনপ্রিয় একজন অভিনেতা। ছোট পর্দায় তার উপস্থিতি দর্শককে বিনোদিত করে। তিনি মূলত তার ম্যাংগো স্কোয়াড ইউটিউব চ্যানেল দিয়ে জনপ্রিয়তা পান৷ তারপর আসেন নাটকের অভিনয়ে।
এই প্রজন্মের মেধাবী প্রায় সকল নির্মাতাদের সঙ্গে কাজ করছেন তিনি। তবে আলোচনার তুঙ্গে রয়েছেন ফ্যামিলি ক্রাইসিস এবং ব্যাচেলর পয়েন্ট নাটক দিয়ে।
করোনার কারণে বর্তমানে অবস্থান করেছেন বাসায়। নিজ পরিবারের সাথে সময় কাটছে তার। সাম্প্রতিক ব্যস্ততা ও দিনযাপন নিয়ে কথা বলেছেন জাগো নিউজের সঙ্গে। লিখেছেন অরণ্য শোয়েব-
জাগো নিউজ : তুমুল ব্যস্ততা থেকে ঘরবন্দি। কেমন উপভোগ করছেন এই অবসর?
শামীম : প্রায় তিন মাসের বেশি সময় বাসায় আছি। পরিবারকে সময় দিচ্ছি, সবার সঙ্গে আড্ডা গল্প চলছে। যে সময়টা দিতে পারতাম না ব্যস্ততার জন্য সেটি এখন পূর্ণ হচ্ছে। অবসরে নামাজ পড়ছি, কোরআনের বাংলা অনুবাদটা পড়ি। মাঝে মাঝে গেম খেলি। এসব করেই দিন পার হচ্ছে।
জাগো নিউজ : অবসরে বিশেষ কি করলেন ?
শামীম : করোনার সময়ে নিজের সামর্থ অনুযায়ী অনুদান দিয়েছি। চেনাজানা লোকদের পাশে দাঁড়িয়েছি। বিভিন্ন সোশ্যাল ওয়ার্কে অংশ নিয়েছি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.