সূর্যের আলো গায়ে পড়লে চকচকিয়ে ওঠে, বিষ্ময়কর সোনালি ঘোড়া
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ২২ জুন ২০২০, ১১:২৪
পুরো পৃথিবীতে ছয় হাজার ৬০০ টি সোনালি ঘোড়া রয়েছে। এই ঘোড়াগুলো মূলত রয়েছে তুর্কমেনিস্তান এবং রাশিয়াতে। ঘোড়ার গায়ের লোম এর উপরে সূর্যের রশ্মি পড়ে এমন একটি ধাতব ও চকচকে রং এর সৃষ্টি হয়। এই ঘোড়া শরীরের একেকটি লোম অসাধারণ। যার জন্যই পুরো বিশ্বের মানুষেই অত্যন্ত কৌতুহল নিয়ে ঘোড়াটি দেখে থাকে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- সূর্যের আলো
- ঘোড়া
- রাশিয়া