অস্ট্রেলিয়ায় বর্ণবাদবিরোধী র‍্যালি থেকেই বাড়ছে করোনা সংক্রমণ

সময় টিভি প্রকাশিত: ২২ জুন ২০২০, ০৯:৫২

মাত্র দু'সপ্তাহ আগেই কিছুটা উন্নতি হয়েছিল অস্ট্রেলিয়ার করোনা পরিস্থিতির। কিন্তু দেশটিতে আবারো ধীরে ধীরে বাড়তে শুরু করেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। ধারণা করা হচ্ছে, বর্ণবাদবিরোধী আন্দোলনের র‍্যালি থেকেই করোনা সংক্রমণ বাড়ছে।

গত ৯ জুন করোনার কোনো রোগী শনাক্ত না হলেও শেষ চার দিনে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা যথাক্রমে ২৩, ২১, ১৮ ও ২৭ জন।

অস্ট্রেলিয়া সরকারের অনিচ্ছা থাকা সত্ত্বেও আমেরিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে ১২ জুন র‍্যালিতে অংশগ্রহণ করে ১০ হাজার মানুষ। সেখান থেকেই এই করোনা ছড়িয়েছে বলে গণমাধ্যম জানিয়েছে। এদিকে, জুনের শুরু থেকে অস্ট্রেলিয়ার বিভিন্ন স্টেটের নানাবিধ লকডাউন আইন শিথিল করায় জনজীবনে স্বস্তি ফিরতে শুরু করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও