বাংলাদেশি আমেরিকানদের অবশ্যই একটি আসনের জন্য লড়তে হবে: নিনা আহমেদ
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের অডিটর জেনারেল পদে নির্বাচনের জন্য ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন নিশ্চিত করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত নিনা আহমেদ। এ মাসের গোড়ার দিকের ওই অর্জনের মধ্য দিয়ে ইতিহাস তৈরি করেন এ নারী।কমিউনিটি সদস্যদের কাছে তার বার্তা, আপনি যদি দরজা খুলতে চান তবে টেবিলে নিজের আসনের জন্য লড়াই করুন।
বাংলা ট্রিবিউনকে দেওয়া সাক্ষাৎকারে নিনা আহমেদ বলেন, ‘দেশজুড়ে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটিকে তাদের চিরস্থায়ী বিদেশির মতো অবস্থা থেকে উত্তরণের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। লোকজন যেন কমিউনিটির অবদান বুঝতে পারে সেটা নিশ্চিত করতে হবে।’
তিনি বলেন, ‘এখানে জন্ম নেওয়া আমাদের শিশুদের বলুন তোমরা পুরোপুরি আমেরিকান। এর বাইরে অন্যভাবে তোমার সম্পর্কে কাউকে কিছু বলতে দেবে না।’
পেনসিলভানিয়ার অডিটর জেনারেল পদে নির্বাচনের জন্য ডেমোক্রেটিক পার্টির মনোনয়নের দৌড়ে ছিলেন ছয় জন। তবে বাকিদের হারিয়ে উল্লেখযোগ্য ব্যবধানে তিনি দলীয় মনোনয়ন লাভে সমর্থ হন। নভেম্বরের সাধারণ নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রার্থী টিমোথি ডেফোর।
পেনসিলভানিয়ায় নিবন্ধিত রিপাবলিকানদের চেয়ে নিবন্ধিত ডেমোক্র্যাটদের সংখ্যা আট লাখ বেশি। এটিই নিনা আহমেদকে তার প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে আত্মবিশ্বাসী করে তুলেছে। তিনি বলেন, প্রাথমিক প্রক্রিয়া চলাকালে ভোটারদের মন-মেজাজ পরিষ্কার ছিল।
রাজনীতির পাশাপাশি নিনা আহমেদ একজন প্রশিক্ষণপ্রাপ্ত আণবিক জীববিজ্ঞানী। তিনি বলেন, ‘ভোটাররা যা চান, সে সম্পর্কে তারা স্পষ্ট কথা বলেছেন। তারা একজন নারীকে চান। তারা এমন একজনকে চান যে, যিনি একজন বিজ্ঞানী। তিনি ফ্যাক্ট ও ডাটা ব্যবহার করবেন। হোয়াইট হাউসের ব্যক্তির মতো ভয় ও বিভাজনকে ব্যবহার করবেন না।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.