You have reached your daily news limit

Please log in to continue


রেমডিসিভির: দাম ও উৎপাদনে বাংলাদেশের চেয়ে পিছিয়ে ভারত

অবশেষে করোনার ওষুধ রেমডিসিভির তৈরির অনুমতি পেল ভারতের হেটেরো ল্যাবস (Hetero Labs)। দেশটির ড্রাগ রেগুলেটর আমেরিকা ভিত্তিক গিলিয়াড সাইন্সেস-এর উদ্ভাবিত এই ওষুধ উৎপাদনের অনুমতি দিয়েছে বলে রবিবার জানিয়েছে হেটেরো ল্যাবস। ভারতে এই ওষুধের নাম হবে কোভিফর (Covifor) এবং ধারণা করা হচ্ছে এর মূল্য ধরা হবে প্রতি ডোজ ৫ হাজার রুপি থেকে ৬ হাজার রুপির ভেতরে। ডলারের হিসাবে ৬৬ ডলার থেকে ৭৯ ডলার। ভারতের আরেক ওষুধ প্রস্তুতকারী কোম্পানি সিচলা লিমিটেডও অনুমতি পেয়েছে। গিলিয়াড সাইন্সেস গত মাসে ভারত ও পাকিস্তানের ৫টি কোম্পানির সাথে রেমডিসিভির তৈরির জন্য চুক্তি করে। এই চুক্তির অধীনে Jubilant Life Sciences Ltd, Cipla, Hetero Labs, Mylan NV এবং Ferozsons Laboratories Ltd রেমডিসিভির উৎপাদন এবং বিশ্বের ১২৭টি দেশে বিক্রি করতে পারবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন