সুশান্তের মৃত্যু: ধোনি কেন নির্বাক?
ভারতে আত্মহত্যা নিয়মিত ঘটনা। কিন্তু বলিউডের উঠতি তারকা সুশান্তের আত্মহত্যা সিনে পাড়া থেকে শুরু করে ভক্তদের কাছে একেবারেই অপ্রত্যাশিত ছিল। যা নাড়িয়ে দিয়েছে বাংলাদেশ ও ভারতের ক্রিকেট অঙ্গনকেও। সুশান্ত চলচ্চিত্রের মানুষ হলেও ক্রিকেট দুনিয়ার সমর্থকদের হৃদয়ে আলাদা করে জায়গা করে নিয়েছিলেন।
মূলত সুশান্ত সিং রাজপুত্রের চলচ্চিত্রে অভিষেক ২০১৩ সালে কাই পো ছে' এই ছবির মধ্যে দিয়ে রুপালী পর্দায় আগমনী বার্তা দেন সুশান্ত। কিন্তু, ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জীবন অবলম্বনে নিরাজ পাণ্ডের পরিচালনায় তৈরি করা ‘এম এস ধোনি-দ্যা আনটোল্ড স্টোরি’।
অসাধারণ অভিনয় দক্ষতায় সবার দৃষ্টিতে আসেন। ধোনি চরিত্রে অভিনয়ের জন্য ৯ মাস ধোনির মতো হতে অসীম ধৈর্যের সাথে নিজেকে তৈরী করেছেন। ধোনির ব্যাটিং ধরন আয়েত্ব আনতে কঠোর পরিশ্রম করেছেন সুশান্ত।
উইকেটের পেছনে কিপিং স্কিল উন্নতি করতে ভোর থেকে বিকেল পর্যন্ত তিনভাগে অনুশীলন করতেন পাটনায় জন্ম নেয়া ৩৪ বয়সী টগবগে সুশান্ত। সাধনা করলে নাকি ঈশ্বরকেও পাওয়া যায়। পর্দায় দারুণ ভাবে ধোনিকে রপ্ত করেছিলেন। ধোনির চলন বলন বিশেষ করে ধোনির হেলিকপ্টার শট নিক্ষুতভাবে শিখেছিলেন সুশান্ত।
চলচ্চিত্রে ধোনির অভাব বিন্দুমাত্র অনুভব করেনি দর্শকরা। বরং আরেক ধোনিকে পেয়েছিল চলচ্চিত্র প্রেমীরা। এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি মুক্তি পেয়েছিলো ২০১৬ সালের সেপ্টেম্বরে।