মেক্সিকোর গণকবর থেকে ২১৫টি মৃতদেহ উদ্ধার
এনটিভি
প্রকাশিত: ২১ জুন ২০২০, ২১:৫০
মেক্সিকোর জালিসকো রাজ্যের গুয়াদালয়াজারার কাছে নয়টি গণকবরে জানুয়ারি থেকে মে পর্যন্ত অন্তত ২১৫টি মৃতদেহ পাওয়া গেছে। কর্তৃপক্ষ শনিবার এ কথা জানায়। রাজ্যের কৌঁসুলি গিরারর্দো অক্টাভিও সোলিস এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেছেন, গণকবরে ২১৫টি মৃতদেহ পাওয়া গেছে, এদের বেশিরভাগের পরিচয় জানা গেছে এবং তাদের পরিবারকে অবহিত করা হয়েছে। গুয়াদালয়াজারার জাপোপান, তাজোমুলকো, জুয়ানকাতলান ও এল সাল্টো শহরের আবদ্ধ অথবা পরিত্যক্ত খামারে এ সব গণকবর পাওয়া গেছে। কৌঁসুলি বলেন, তাদের জনবলের অভাবে আরো পাঁচটি গণকবরের পর্যবেক্ষণ কাজ বাকি আছে। তাদের ধারণা এগুলোর যাচাই কাজ শেষ হলে মৃতদেহের সংখ্যা আরো বৃদ্ধি পাবে। করোনাভাইরাস মহা