গুগল-ওপেন স্ট্রিট ম্যাপে যুক্ত হলো ১ লাখ ১০ হাজার লোকেশন
বাংলাদেশে করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারির শুরুর দিকে দেশব্যাপী ডিজিটাল ম্যাপিংয়ের লক্ষ্যে পরিচালিত ‘বাংলাদেশ চ্যালেঞ্জ’ নামে ক্যাম্পেইনে তরুণদের অভাবনীয় অংশগ্রহণে এক লাখ ১০ হাজার লোকেশন গুগল ম্যাপ ও ওপেন স্ট্রিট ম্যাপে যুক্ত করা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং মন্ত্রিপরিষদ বিভাগ বাস্তবায়নাধীন এবং ইউএনডিপির সহায়তায় পরিচালিত এটুআই ও গুগলের সমন্বয়ে গ্রামীণফোনের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পেইন রোববার (২১ জুন) অনলাইনে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গ্রামীণফোন সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘বাংলাদেশ চ্যালেঞ্জ’ উদ্যোগের মাধ্যমে সারাদেশের তরুণরা ঘরে বসে গুগল ম্যাপ এবং ওপেন স্ট্রিট ম্যাপে তাদের আশপাশের গুরুত্বপূর্ণ স্থানগুলোর পিনপয়েন্ট করার সুযোগ পেয়েছে। বর্তমান সংকটকালীন পরিস্থিতিতে প্রতিটি দেশের ভৌগোলিক ম্যাপিং হালনাগাদ করা খুবই জরুরি। কারণ হাসপাতাল, স্থানীয় পণ্যের বাজার, রিচার্জ পয়েন্ট, নগদ/বিকাশ পয়েন্ট ও অন্য গুরুত্বপূর্ণ স্থানগুলো ম্যাপে পয়েন্ট করা জরুরি হয়ে পড়েছে। ঢাকার বাইরে যারা জরুরি সেবার সঙ্গে জড়িত তাদের জন্য এটি আরো বেশি গুরুত্বপূর্ণ।
- ট্যাগ:
- প্রযুক্তি
- গুগল ম্যাপ
- লোকেশন
- গুগল
- ঢাকা