২০১৩ সালে আইপিএলে স্পট ফিক্সিং কেলেঙ্কারির পর ভারতীয় ক্রিকেট এখনো এর ছায়া থেকে মুক্ত হতে পারেনি। বরং ক্রমেই তা বড়ছে বলে দাবি করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসিরি দুর্নীতি দমন কমিশন। সম্প্রতি আইসিসির দুর্নীতি দমন কমিশন জানিয়েছে, এই মুহূর্তে ৫০টি ক্রিকেট দুর্নীতির তদন্ত চালাচ্ছে তারা। এর বেশিরভাগের সঙ্গেই যুক্ত ভারতীয় জুয়াড়িরা।
অবশ্য আইসিসি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, বড় কোনো ভারতীয় ক্রিকেটারের নাম তাদের সন্দেহের তালিকায় নেই। আইসিসির দুর্নীতি দমন কমিশনের প্রধান স্টিভ রিচার্ডসন জানিয়েছেন, জুয়াড়িরা আপাতত বড় টুর্নামেন্টের দিকে আগ্রহ দেখাচ্ছে না।
আইসিসির দুর্নীতি দমন কমিশনের প্রধান স্টিভ রিচার্ডসন জানিয়েছেন, জুয়াড়িরা আপাতত বড় টুর্নামেন্টের দিকে আগ্রহ দেখাচ্ছে না। ঝুঁকি কম বলে সরাসরি সম্প্রচারিত হয়, এমন কম গুরুত্বপূর্ণ ম্যাচগুলোকে লক্ষ্য করছে তারা। রিচার্ডসন এ ব্যাপারে বলেন, ‘ক্রিকেট দুর্নীতির নিয়ন্ত্রণ তাদের হাতে, যারা ফিক্সিংয়ে টাকা ঢালে। অবশ্য ভারতে জুয়া নিয়ে কোনো আইন নেই। যতক্ষণ না এটিকে অপরাধ বলে গণ্য করা হবে, তা কমানো যাবে না। শ্রীলঙ্কায় জুয়া নিয়ে আইন হওয়ার দেশটিতে জুয়াড়িদের তৎপরতা কমেছে।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.