মাঠে ফিরল স্থগিত ইতালিয়ান লিগও
ফরাসি লিগ ওয়ান তো বাতিলই হয়ে গেছে। একে একে শুরু হয়েছে জার্মান লিগ বুন্দেসলিগা, স্প্যানিশ লিগ লা লিগা ও ইংলিশ প্রিমিয়ার লিগ। বাকি থাকা ইতালিয়ান লিগ সেরি এও মাঠে ফিরল অবশেষে। শনিবার রাতে তুরিনো ও পার্মার মধ্যকার ম্যাচ দিয়ে ফের শুরু হলো করোনাভাইরাস লকডাউনের কারণে স্থগিত হওয়া দেশটির লিগ ফুটবল।
অবশ্য লিগের প্রত্যাবর্তনের ম্যাচে জয় তুলে নিতে পারেনি কোনো দলই। তুরিনোর ঘরের মাঠে ১-১ গোলের ড্রতেই সন্তুষ্ট থাকতে হয়েছে দুদলকে। রাতের অন্য ম্যাচে ভেরোনা নিজেদের মাঠে ২-১ গোলে জয় পেয়েছে ক্যালিয়ারির বিপক্ষে।
সেরি এ’র আগেই অবশ্য ফুটবল ফিরেছে ইতালির মাঠে। শেষ হয়েছে কোপা ইতালিয়া। হয়ে গেল টুর্নামেন্টের সেমিফাইনালের ফিরতি লেগের দুই ম্যাচ ও ফাইনাল। ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাসকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে নাপোলি।
তবে রোনালদোর জুভেন্টাস লিগ ম্যাচ খেলবে সোমবার (২২ জুন) রাতে। বলোনার ঘরের মাঠে আতিথ্য নিবে জুভ শিবির। তার আগে এসি মিলান যাবে লিচের মাঠ সফরে। আর ইন্টার মিলান আজ (২১ জুন) রাতেই খেলবে সাম্পোদরিয়ার বিপক্ষে।
- ট্যাগ:
- খেলা
- ফুটবল ম্যাচ
- ইতালিয়ান সিরি’আ লিগ