You have reached your daily news limit

Please log in to continue


সাকিবকে 'বিশ্বসেরা বাবা'র স্বীকৃতি শিশিরের

এতদিন সংসারে ছিল একমাত্র মেয়ে আলাইনা। লকডাউনের মাঝে আছে আরও এক রাজকন্যা ইরাম। দুই মেয়েকে নিয়ে সুখে সংসার করে যাচ্ছেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। আইসিসি কর্তৃক ১ বছর নিষিদ্ধ হওয়ায় ক্রিকেট থেকে দূরে আছেন বটে, তবে এই সময়টা তিনি কাটাচ্ছেন স্ত্রী শিশির আর দুই কন্যার সঙ্গে। বাবা হিসেবে সাকিব খুব কেয়ারিং। তাই আজ বিশ্ব বাবা দিবসে সাকিবকে শ্রেষ্ঠ বাবার স্বীকৃতি দিয়েছেন তার জীবনসঙ্গী শিশির। সোশ্যাল সাইট ইনস্টাগ্রামে দুই কন্যাসহ সাকিবের একটি ছবি পোষ্ট করে শিশির লিখেছেন, 'পৃথিবীর সেরা বাবাকে বাবা দিবসের শুভেচ্ছা। সন্তানদের সারক্ষণ সময় দেওয়ার ক্ষেত্রে তোমার যে প্রাণশক্তি তা অবিশ্বাস্য। ওদের দেখা শোনা করা, রাত জেগে খাওয়ানো, খেলাধুলা ও পড়ানোয় চেষ্টা অসম্ভব রকম ভালো। এছাড়া সব চাপ থেকে আমাকে মুক্ত রেখে সময় দেওয়া। তোমার প্রশংসা করতে গিয়ে শব্দ খুঁজে পাই না!'
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন