সীমান্তে বিএসএফের নির্যাতনে শিকার আহত বাংলাদেশি উদ্ধার

সময় টিভি প্রকাশিত: ২১ জুন ২০২০, ১৭:৪৮

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে শিকার রাজু (২৫) নামে এক যুবককে আহত অবস্থায় উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড -বিজিবি সদস্যরা। তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেছে।

রোববার (২১ জুন) দুপুর ২টায় বেনাপোল সীমান্তের পুটখালী ইছামতি নদীর পাড় থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে উদ্ধার করেছে। আহত যুবক যশোরের শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের গোড়পারা গ্রামের আব্দুর রহিমের ছেলে।

বিজিবি জানায়, সে পাসপোর্ট ভিসা ছাড়া ভারত থেকে বাংলাদেশে আসার সময় আংরাইল ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে। এরপর তার ওপর নির্যাতন করে ইছামতি নদীর পাড়ে ফেলে রেখে যায়। পরে বিজিবি সদস্যারা দেখতে পেয়ে তাকে উদ্ধার করেছে।   পুটখালী বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার জাকির হোসেন জানান, যেহেতু ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিল এজন্য তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশে আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও