কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


রবিবার ৪৫ এমপির নমুনা সংগ্রহ, শনিবারের ২০ জনেরই নেগেটিভ

করোনাভাইরাস সংক্রমণ পরীক্ষার জন্য রবিবার (২১ জুন) ৪৫ জন সংসদ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর আগে শনিবার (২০ জুন) ২০ জন সংসদ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়, তাদের সবার রিপোর্ট নেগেটিভ এসেছে। সংসদ সচিবালয়ের সূত্রে এ তথ্য পাওয়া গেছে। জাতীয় সংসদের চলতি বাজেট অধিবেশনের পরবর্তী চার কার্যদিবসে অংশগ্রহণের জন্য নির্ধারিত ১৭০ জন সংসদ সদস্যের কোভিড-১৯ পরীক্ষার অংশ হিসেবে শনিবার থেকে নমুনা সংগ্রহ শুরু হয়েছে। করোনা সংক্রমণ পরিস্থিতির অবনতিতে সবার স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী বাংলা ট্রিবিউনকে নমুনা পরীক্ষার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পরিবর্তিত পরিস্থিতিতে আমরা সংসদ সদস্যদের নমুনা পরীক্ষা করার জন্য অনুরোধ করেছি। তালিকা অনুযায়ী এই অধিবেশনের আগামী চার দিবসে যেসব এমপির যাওয়ার কথা রয়েছে, আমরা কেবল তাদেরই নমুনা পরীক্ষার উদ্যোগ নিয়েছি। এটা বাধ্যতামূলক নয়, তবে তালিকা অনুযায়ী সবাই সাড়া দিচ্ছেন।’ জানা গেছে, চিফ হুইপসহ শনিবার যে ২০ জন সংসদ সদস্য নমুনা দিয়েছেন তাদের সবারই করোনা নেগেটিভ এসেছে। চলতি বাজেট অধিবেশনে যোগ দিয়েছেন এমন দুই জন সংসদ সদস্যসহ এপর্যন্ত অন্তত ১৫ জন এমপি করোনায় আক্রান্ত হয়েছেন। সর্বশেষ শনিবার (২০ জুন) নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মোর্তজা করোনায় আক্রান্ত হন। এছাড়া, সংসদ সচিবালয়ের প্রায় ১০০ জনের মতো কর্মকর্তা-কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন