ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। আইসিসির তিন সংস্করণেই। মাঠে খেলা ফিরলে আবারও এসব জায়গা দখলের সুযোগ আসবে। নিষেধাজ্ঞার পাশাপাশি খেলা না থাকায় সাকিব আপাতত অন্য এক জায়গায় বিশ্বসেরা। সেটি জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এক সংস্করণে।আর সেখানে সাকিবকে বিশ্বসেরার স্বীকৃতি দিলেন তাঁরই স্ত্রী উম্মে আহমেদ শিশির। কোন সংস্করণ তা বলার আগে জানিয়ে রাখা ভালো আজ বিশ্ব বাবা দিবস। ঠিকই ধরেছেন। শিশিরের চোখে সাকিব এই পৃথিবীর সেরা বাবা। ইনস্টাগ্রামে আজ এক পোষ্টে সাকিবকে এই স্বীকৃতি ব্যাখ্যাসহ দিয়েছেন শিশির।সামাজিক এই যোগাযোগমাধ্যমে দুই কন্যাসহ সাকিবের একটি ছবি পোষ্ট করেন তাঁর জীবনসঙ্গী।
তিনি লিখেছেন, 'পৃথিবীর সেরা বাবাকে বাবা দিবসের শুভেচ্ছা। সন্তানদের সব সময় সময় দিতে তোমার যে প্রাণশক্তি তা অবিশ্বাস্য। ওদের দেখা শোনা করতে তোমার রাত জেগে খাওয়ানো, খেলাধুলা ও পড়ানোয় চেষ্টা অসম্ভব রকম। এ ছাড়া সব চাপ থেকে আমাকে মুক্ত রেখে সময় দেওয়া। তোমার প্রশংসা করতে গিয়ে শব্দ খুঁজে পাই না!'সাকিব এখন পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। দুই কন্যা নিয়ে খুব একটা খারাপ কাটছে না সাকিব-শিশির দম্পত্তির।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.